ঢাকার ধামরাইয়ের আজিম গ্রুপের ‘গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামে একটি কারখানার যাত্রা শুরু হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ শিল্প কারখানার উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বর্তমান সরকারের সময় দেশের মানুষ ৯০ ভাগ বিদ্যুৎ পাচ্ছে। এখন দেশে কোথাও আর আগের মতো বিদ্যুৎ যায় না। দেশে অনেক শিল্প কারখানা হচ্ছে। এসব কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগের ব্যবস্থা নেওয়া হবে। আজিম গ্রুপের নির্বাহী পরিচালক কমলেন্দু রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এমএ মালেক, আজিম গ্রুপের চেয়ারম্যান ফজলুল আজিম, পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বিরুনী, ব্যবস্থাপনা পরিচালক ফারহান মোহাম্মদ আজিম প্রমুখ। আজিম গ্রুপের চেয়ারম্যান ফজলুল আজিম বলেন, আজিম গ্রুপ ১৯৭৫ সালে কার্যক্রম শুরু করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৮ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। তৈরি পোশাক খাতে এটি অগ্রগামী প্রতিষ্ঠান। শিল্পে সফলতা অর্জনের পর এখন স্টিল শিল্পে তারা এলেন। ২৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে কমপক্ষে এক হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করে গ্লোবাল স্টিল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যাত্রা হলো। এতে থাকছে একটি ট্রান্সমিশন টাওয়ার এবং লাইন হার্ডওয়্যার ফেব্রিকেশন, ম্যানুফেকচারিং এবং গ্যালভানাইজিং ফ্যাক্টরি।
.
Source : Somokal Link to the Original Article