গার্মেন্টস শিল্পের জায়ান্ট প্রতিষ্ঠান আজিম গ্রুপ এবার ইস্পাত শিল্পে যাত্রা শুরু করেছে। ধামরাইয়ের পারুহালা শৈলবিলে গ্লোবাল স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে নতুন একটি প্রতিষ্ঠান উদ্বোধন করেছে গতকাল সোমবার। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফেব্রিকেশন, ট্রান্সমিশন টাওয়ার ও লাইন হার্ডওয়্যার মেটিরিয়ালসের মেন্যুফেকচারিং এবং গ্যালভানাইজেশন শুরু করেছে। এর পাশাপাশি অটোমোবাইল্স সমপ্রসারণ এবং উত্পাদনের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। ২৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা এ প্রতিষ্ঠানে এক হাজারের বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে। একটি ট্রান্সমিশন টাওয়ার এবং লাইন হার্ডওয়্যার ফেব্রিকেশন, মেন্যুফেকচারিং এবং গ্যালভানাইজিংয়ের কারখানা হিসেবে চালু হচ্ছে শুরুতে।
প্রধানমন্ত্রীর জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাসুম আল বিরুনী এবং আজিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিমসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
.
Source : The Daily Ittefaq Link to the Original Article